শর্তসাপেক্ষে জ্যাকলিনের জামিন
জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। দিল্লীর পাতিয়ালা হাউজ কোর্ট থেকে জোর করে অর্থ আদায়ের মামলায় মঙ্গলবার (১৫ নভেম্বর) এ জামিন দেন।
এই মামলাটি সম্পর্কযুক্ত, অভিযোগে বর্ণিত-প্রতারক (এমন এক ব্যক্তি যে তাদের বিশ্বাস অর্জন করে এবং সত্য নয় এমন কিছু বিশ্বাস করার জন্য কাউকে প্রতারণা করে) সুতেশ চন্দ্রশেখর।
মামলাটিতে আরও অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্দেজ। আদালতের জামিন পেয়ে তিনি হয়তো কিছু স্বস্তি লাভ করেছেন। তবে আদালত কক্ষ থেকে বের হরার সঙ্গে সঙ্গে কোর্ট প্রাঙ্গণেই তাকে প্রচণ্ড ভিড়ের শিকার হতে হয়েছে।
এই ঘটনার ভিডিওগুলো অনলাইন মাধ্যমগুলোতে প্রবলভাবে ঘুরছে, অনেক ভক্ত তাকে ‘জ্বালাতন’ করার অভিযোগও করেছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কাকার ২০০৬ সালের মিস ইউনিভার্স ও অষ্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে গণ যোগাযোগে অনার্স, বলিউডের অন্যতম সেরা সুন্দরী ও নৃত্যশিল্পী, জনপ্রিয় অভিনেত্রী ৩৭ বছরের জ্যাকলিন ফার্নান্দেজ তার উকিলদের পরিবেষ্টনে আদালতের অনুমতির পর বেরিয়ে অসছেন।
এর আগে তার জামিনের শুনানি হয়েছে। এরপরের দৃশ্যগুলোতেই হট্টগোল ও কলহ শুরু হয়ে গেল। জ্যাকলিনের ভক্ত, দর্শক, সাংবাদিক, ক্যামেরাম্যান, আলোকচিত্রী সবার ভিড় উপেক্ষা করে যেতে হয় তাকে।
তারা সবাই একে, অন্যকে মাড়িয়ে, ধাক্কা দিয়ে ও চিৎকার করতে, করতে অভিনেত্রীর কাছে অসতে শুরু করলেন। তখন এমনকি তিনি বাঁচার জন্য তার আইনজীবী দল ও আদালতে উপস্থিত পুলিশ সদস্যদের সাহায্য নেন।
জ্যাকলিন ফার্নান্দেজের এই ভিডিওগুলোর কটি তার ভক্তদের ফ্যান পেজেও শেয়ার করেছেন তারা। একই ধরনের আরও ভিডিও এসেছে অনলাইনে। সঙ্গে, সঙ্গে প্রতিক্রিয়ায় ফেটে পড়েছেন জ্যাকলিন ভক্তরা।
একজন লিখেছেন, ‘এই কাজটি খারাপ। আমি মনে করি না এভাবে কাউকে সম্মানিত করা যায়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘রিয়া চক্রবর্তীর মতোই ঘটনা ঘটলো।’
এমন আরও অনেকে অভিমত ব্যক্ত করেছেন যারা তার ভক্ত নন বা অভিনয়ের মানুষ। তারাও বলেছেন, তিনি এমন ঘটনার শিকার হওয়া উচিত হয়নি।
এর আগে জ্যাকলিন ফার্নান্দেজ ২ লাখ রুপি ব্যক্তিগতভাবে প্রদান করে জামিন লাভ করেছেন। তিনি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২ শ কোটি রুপি পাচার মামলায় সংযুক্ত রয়েছেন। এই অভিনেত্রীকে কয়েকবার আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জেরা করেছেন। তারা কোনো ধরনের যোগাযোগ রয়েছে কী না নিশ্চিত হতে তদন্তের মাধ্যমে এগিয়ে চলেছেন। তাকে অভিযুক্ত করে এর আগে এই বছরের শুরুর দিকে চার্জশিট প্রদান করা হয়েছে।
এই ফৌজদারি মামলায় বাদীপক্ষ ভারত সরকারের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, যে বিপুল পরিমাণ টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, সেগুলো থেকে সুকেশের মাধ্যমে সন্দেহ সাপেক্ষে লাভবান হয়েছেন বলিউডের অন্যতম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।
তারা আরো দাবি করেছেন, তিনি তার অপরাধী কার্যকলাপগুলো জানার পরও তাকে সহযোগিতা অব্যাহত রেখেছেন।
ওএফএস/