ঢাকায় ১৩তম জাপানি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাপানি ভাষায় ১৩তম বক্তৃতা প্রতিযোগিতা আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডে ৩০ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ ১০ জন শিক্ষার্থী তাদের জাপানি ভাষায় কথা বলার দক্ষতা দিয়ে দর্শক এবং বিচারকদের অভিভূত করেছে। প্রতিযোগীদের তাদের বিষয়ের স্বাতন্ত্র, বক্তৃতার বিষয়বস্তুর মান, উচ্চারণ এবং জাপানি ভাষায় কথোপকথনের দক্ষতা দেখে বিচার করা হয়েছে।
এবারের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে জাপান দূতাবাস, জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (JUAAB) এবং জাপান ফাউন্ডেশন।
১০ জন চুড়ান্ত প্রতিযোগীর মধ্যে মিকাসা সানজানা ‘কোকোরো নি নোকোত্তা নিহন নো কোতোবা (একটি স্মরণীয় জাপানি শব্দ)’ শীর্ষক বক্তৃতা দিয়ে চারজন জাপানি বিচারকের কাছ থেকে সবচেয়ে বেশি করতালি পেয়েছেন এবং প্রথম পুরস্কার জিতেছেন। আরিফা ইয়াসমিন ‘ওয়াতাশি নো কাজোকু (আমার পরিবার)’ শিরোনামে একটি দুর্দান্ত বক্তৃতা দিয়েছেন এবং বিগিনার বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।
এই বছরের প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে এগলেনা কোম্পানি লিমিটেড, ইতচো করপোরেশন, কাইকম সলিউশন্স জাপান, মিতশুবিসি করপোরেশন, মিজোহ, নাগাসাকি রেস্টুরেন্ট, নিপ্পন কোয়েই কোম্পানি লিমিটেড, সাইতো নেনশি বাংলাদেশ লিমিটেড, সইতজ করপোরেশন, সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া লিমিটেড, ওয়াইকেকে বাংলাদেশ লিমিটেড এবং ঢাকায় জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন।
আরইউ/এসআইএইচ