৬ দফা দাবিতে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের স্মারকলিপি
৬ দফা দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপিটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেনের কাছে প্রদান করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালুসহ, মেডিকেল সেন্টারের সেবার মান নিশ্চিত করতে সার্বক্ষণিক ডাক্তার-নার্স নিয়োগ, শিক্ষার্থীদের মানসিক কাউন্সিলের ব্যবস্থা করা, ঘন্টায় ঘন্টায় বাস সেবার ব্যবস্থা করা, আবাসিক হলগুলোর ডাইনিংয়ে ভর্তুকি এবং বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি জানান।
এ ছাড়াও দেশি-বিদেশি জার্নাল, অ্যাকাডেমিক বই এবং শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ হয় এমন বই দিয়ে সমৃদ্ধ করাসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা এবং বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজের পরিকল্পনা সকলের জন্য উন্মুক্ত করাসহ সর্বোপরি সকল কর্মকাণ্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দেবার বিষয়েও দাবি জানান শিক্ষার্থীরা।
এদিকে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. একিউএম মাহবুব জানান, ’আমি এখনও স্মারক লিপিটি হাতে পাইনি। হাতে পেলে তারপর বুঝবো কি কি ব্যাপারে দাবি জানানো হয়েছে।
এসআইএইচ