প্রাথমিক বিদ্যালয় আরও দুই সপ্তাহ বন্ধ
প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘এ সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। করোনার সংক্রমণ নিম্নমুখী হলেই প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া যাবে বলে আমরা আশা করছি।’
করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
কিন্তু করোনার কারণে গত প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান,করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীপু মনি বলেন, ‘যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা পেয়েছে, তারা সশরীরে ক্লাসে যেতে পারবে। তবে যারা এখনো দুই ডোজ টিকা পায়নি, তারা অনলাইনে ক্লাস করবে।
তিনি বলেন, বর্তমানে ১২ বছরের নিচে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে ডব্লিউএইচও কাজ করছে। তারা অনুমোদন দিলে আমরাও এসব শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করব।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এনএইচবি/এসএন