২২ ফেব্রুয়ারি থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের ক্ষেত্রে যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারবেন। আর যাদের দ্বিতীয় ডোজ নেওয়া এখনো হয়নি তারা অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে ক্লাসে অংশ নেবেন।
তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিকার প্রথম ডোজ প্রায় সবার হয়ে গেছে। প্রায় এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন। কিন্তু আমাদের যে পরিকল্পনা আছে তাতে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সবার দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়ে যাবে। এরপর হয়তো খুবই কম সংখ্যক বাদ থাকবেন যারা প্রথম ডোজ একটু দেরিতে নিয়েছেন শুধু তারা। তবে আমরা আশা করছি তারা দ্রুতই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।
তিনি বলেন, দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত তারা বাড়িতে বসেই টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশ নেবেন। আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেওয়ার ক্ষেত্রে নিজ নিজ ব্যবস্থা নেবেন। ২২ তারিখ থেকেই তারা তাদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু করতে পারেন।
মন্ত্রী বলেন, ১২ বছর বয়সের নিচে যেসব শিক্ষার্থী আছে তাদেরও টিকাদানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংক্রমণ যত নামতে থাকবে ততই ক্লাস বাড়বে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ২৮ লাখ। এর মধ্যে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজারের টিকা নেওয়া হয়ে গেছে। আর লাখ দেড়েকের মতো বাকি আছে। সেটিও চলমান আছে।
তিনি বলেন, শেষ বন্ধ হওয়ার আগে ক্লাসের সংখ্যা যেরকম ছিল সে জায়গা থেকেই আমরা শিক্ষা কার্যক্রম শুরু করব। তারপর আমরা চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী ক্লাসের সংখ্যা বাড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার।
এনএইচবি/এসএন