বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে কোরিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে দক্ষিণ কোরিয়া(প্রজাতন্ত্র)। গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য ২০২২ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ (জিকেএস) প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ জিকেএস গ্র্যাজুয়েট স্টাডিজের জন্য আবেদন দুটি ভিন্নভাবে গ্রহণ করা হবে। দূতাবাস ট্র্যাকের জন্য পাঁচজন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ট্র্যাকের জন্য নয়জন শিক্ষার্থীকে বাছাই করা হবে।
দূতাবাস ট্র্যাকের জন্য আবেদনগুলো ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় ট্র্যাকের আবেদন সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোতে জমা দিতে হবে।
বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট (https://overseas.mofa.go.kr/bd-en/index.do) ও ফেসবুক পেইজ (https://www.facebook.com/embdhaka/) থেকে।
বর্তমানে কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন প্রায় দেড় হাজার বাংলাদেশি শিক্ষার্থী।
আরইউ/এসআইএইচ