শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এইচএসসি : পাসের হারে এগিয়ে যশোর, পিছিয়ে চট্টগ্রাম

জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফলে পাসের হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডের পাসের হার ৯৮ দশমিক ১১। পাসের হারের দিক দিয়ে সব বোর্ডের পেছনে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯।

অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সব শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে এসেছে রাজশাহী শিক্ষা বোর্ড। পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। ৯ শিক্ষা বোর্ডের মধ্যে পিছিয়ে সিলেট বোর্ড। 

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

পাসের হার বিশ্লেষণ:

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ছিলেন ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯৪ দশমিক ১৪ শতাংশ ও ছাত্রী ৯৬ দশমিক ৪৯ শতাংশ।

এক নজরে সব শিক্ষা বোর্ডের পাসের হার:
ঢাকা বোর্ডের পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ।
রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।
বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ।
সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।
দিনাজপুরে বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

জিপিএ-৫ বিশ্লেষণ:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ। 

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে এ হার ২২ দশমিক ২৪। সব শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে এ হার ৩ দশমিক ৮৭। পেছনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ হার ৪ দশমিক ৫৭। ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে এ হার ৭ দশমিক ১০।

এক নজরে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ও হার:
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৩৩ শিক্ষার্থী; হার ১৯ দশমিক ১০।
রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী; হার ২২ দশমিক ২৪।
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী; হার ১২ দশমিক ৩৫।
যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী; হার ১৬ দশমিক ২৯।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ শিক্ষার্থী; হার ১৩ দশমিক ৭৭।
বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ শিক্ষার্থী; হার ১৪ দশমিক ৯৩।
সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী; হার ৭ দশমিক ১০।
দিনাজপুরে বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ শিক্ষার্থী; হার ১৩ দশমিক ৫৮।
ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ শিক্ষার্থী; হার ১১ দশমিক ১১।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ শিক্ষার্থী; হার ৪ দশমিক ৫৭।
কারিগরি শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী; হার ৩ দশমিক ৮৭।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা:

করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর ২ ডিসেম্বর ২০২১ শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে আনা হয় দেড় ঘণ্টায়। পরীক্ষা না নেওয়ায় বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হবে অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে।

এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। পরে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে শিক্ষার্থীদের এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ২০২১ সালে পরীক্ষা ছাড়া (অটোপাস) না দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার।

এপি/এসএন

Header Ad

বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারত হতে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুদ করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের সাথে থাকা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

Header Ad

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেছেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলেও জানান আনোয়ার হোসেন।

ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন বলে জানা গেছে৷

শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

Header Ad

ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দেশটির গোয়া উপকূলে এ ঘটনা ঘটে এবং সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। তাদের মধ্যে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে। অন্যদিকে সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার