প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতিতে পরিবর্তন: মেধাকে প্রধান্য
রোববার (৮ ডিসেম্বর) খুলনায় মতবিনিময় সভায় বক্তৃতা করছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৮ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্য জানান।
উপদেষ্টা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগে বিদ্যমান কোটার পরিবর্তন করে নতুন নিয়মের প্রস্তাব মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদে পাঠানো হয়েছে। অন্যান্য সরকারি চাকরির মতো এখানে ৭ শতাংশ কোটা রাখা হবে। তবে, শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় দক্ষ করে তুলতে মোট নিয়োগের ২০ শতাংশ বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষকদের জন্য বরাদ্দ রাখা হবে।
বিধান রঞ্জন রায় বলেন, “শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়ানো এখন সময়ের দাবি। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য শিশুদের অক্ষরজ্ঞান অর্জন করানো এবং ভাষা ও গণিতে দক্ষতা তৈরি করা। এ দক্ষতা একজন শিশুকে জ্ঞানার্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করে, যার ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই।”
উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীসংখ্যা কম থাকা বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।