শুক্রবার, ৭ মার্চ ২০২৫ | ২২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কমিটি বিড়ম্বনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেতন বন্ধের শঙ্কা

ফাইল ছবি

সারাদেশে কয়েক হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারে পদত্যাগের পর এসব প্রতিষ্ঠানের বেতন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা।

জানা গেছে, বেসরকারি এসব প্রতিষ্ঠানের বেতন ভাতা হয়ে থাকে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে। কিন্ত আওয়ামী লীগ সরকারের শাসন আমল থেকে অধিকাংশ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি-সেক্রেটারীর পদসহ বিভিন্ন পদের দখল রয়েছে দলটির নেতা-কর্মীদের হাতেই। তবে সরকারের পতনের পর জনতার ক্ষোভের মুখে গাঁ ঢাকা দিয়ে রয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরাই। ফলে প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির অনুপুস্থিতে গত জুলাই মাসের বেতন পাননি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। সেই সাথে আগামী মাস গুলোতেও বেতন বন্ধের শঙ্কায় রয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদ্রাসার অধ্যক্ষ জানান, ’’সরকার পরিবর্তন হলেও বেসরকারি এসব প্রতিষ্ঠানের কমিটির সভাপতি সহ অন্যান্য পদে দলটির নেতা-কর্মীরাই বহাল আছেন। অধিকাংশই গাঁ ঢাকা দিয়ে রয়েছেন । এর ফলে একধরনের বিরম্বনার মধ্যে পড়েছে প্রতিষ্ঠানগুলো। সেই সাথে এসব প্রতিষ্ঠানের একাউন্টে থাকা টাকাও সরিয়ে ফেলার সম্ভাবনা দেখছি।’’

তিনি আরো বলেন, ’’দ্রুত এসব প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দিতে হবে। তা নাহলে বেতন অনিশ্চয়তা ভুগবে সারা দেশের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক লক্ষাধিক শিক্ষক-কর্মচারীরা। সঠিক সময়ে বেতন-ভাতা না পেলে চরম বিপাকে পড়তে হবে আমাদের।’’

উল্লেখ্য, গত ৫ জুলাই ছাত্র-জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গত সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। তারপর থেকেই দেশজুড়ে পলাতক রয়েছেন আওয়ামী লীগ সহ দলটির অঙ্গসংগঠনগুলোর নেতা কর্মীরা।

Header Ad
Header Ad

গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার ও যুবলীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে গাইবান্ধা জেলা শহর ও গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার এটিএম রাশেদুজ্জামান রোকন (৫২) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

অন্যদিকে, আব্দুর রশিদ সরকার (৫৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে রাত সাড়ে ১০টার দিকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৬ আগস্ট বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায়ও তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ রয়েছে।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকারের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ২৩ অক্টোবর মামলাটি করেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মো. নুরুন্নবী প্রধান। তদন্তের পর গোপন সংবাদের ভিত্তিতে তালুককানুপুর এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর শুক্রবার (৮ মার্চ) দুপুরে দুই নেতাকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Header Ad
Header Ad

ভারতীয় চোরাকারবারিদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

শাহেদ মিয়া। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারতীয় সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শাহেদ মিয়া কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়াদের গুলিতে শাহেদ নিহত হন।

বিজিবি বিষয়টি জানতে পেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে অবহিত করে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় বিএসএফ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছে।

এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ও অবৈধ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনা প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

Header Ad
Header Ad

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৭০ ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, সিরিয়ার উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের সঙ্গে আসাদপন্থী বাহিনীর তীব্র সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় প্রাণহানি ঘটে। সংঘর্ষের সময় কয়েকজন আহত ও বন্দি হন।

সিরিয়াভিত্তিক সংবাদ সংস্থা স্টেপ নিউজ জানিয়েছে, নিহতদের বেশির ভাগই সাবেক সরকারপন্থী যোদ্ধা। এর আগে, ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আরব নিউজ তাদের প্রতিবেদনে ৪৮ জন নিহতের খবর দেয়। তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ১৬ জন, আসাদপন্থী ২৮ জন এবং চারজন বেসামরিক নাগরিক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঞ্চলটি রাশিয়া-নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে অবস্থিত। গত ডিসেম্বরে বাশার আল–আসাদের পতনের পর এটি আসাদপন্থীদের ওপর সবচেয়ে বড় হামলা। সংঘর্ষের পর আজ সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোতেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সরকারি বাহিনী দমন-পীড়ন চালাচ্ছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক সেনা জাবলেহ শহরের দিকে রওনা হয়েছে। একইসঙ্গে হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হোমসের আবাসিক এলাকায় প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে বিবিসি ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আবদুল গনি সংঘর্ষে লিপ্ত আসাদপন্থীদের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, "হাজার হাজার মানুষ ইতোমধ্যে অস্ত্র সমর্পণ করে পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেউ কেউ পালিয়ে গিয়ে অপরাধীদের আশ্রয় দিচ্ছে এবং মৃত্যুর মুখোমুখি হওয়ার পথ বেছে নিচ্ছে। অস্ত্র জমা দিন, নয়তো অনিবার্য পরিণতির জন্য প্রস্তুত থাকুন।"

সিরিয়ায় চলমান এই সহিংসতা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
ভারতীয় চোরাকারবারিদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৭০ ছাড়িয়েছে
দেশে ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র
হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র!
নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে: রিজভী
তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস আজ
জাতীয় নাগরিক পার্টিকে ধনীরা অর্থ সহায়তা দিয়েছেন: নাহিদ ইসলাম
নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা জানালেন নেইমার
মাগুরায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: মামলা না হলেও অভিযুক্ত হিটু মিয়া আটক
আজ ঐতিহাসিক ৭ মার্চ
রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার
দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘না’, রাতেই সাবেক এমপির বাড়িতে ছাত্রদের ‘অভিযান’
পোশাক নিয়ে হেনস্তা: মামলা প্রত্যাহার করে নিলো ঢাবির সেই ছাত্রী
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ, নিহত ৪৮
‘বিএনপি আগামীতে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে’
জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ
চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার