এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশিত হবে।
ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সময় দিলে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
এর আগে ফল প্রকাশের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গত সপ্তাহে একটি প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন সেদিনই এ ফল প্রকাশিত হবে।
করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস না হওয়ায় বিভাগভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে ৬টি পত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ ডিসেম্বর।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। অপরদিকে ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।
এমএমএ/
