যথাসময়ে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বলেন, ‘গতকাল (বুধবার) রাতে উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে।’
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। জানুয়ারির শুরু থেকে দেশে সংক্রমণ দ্রুত ফের বাড়তে শুরু করে।
তিনি আরো বলেন, ‘সারা দেশে করোনা সংক্রমণের হার এখন ৩০ শতাংশের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ থাকার সময়সীমা ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।’
এসআইএইচ/
