শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন চলছে
শিক্ষামন্ত্রীর সফরের পর ভিসি’র ভাগ্য নির্ধারণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পরিবর্তন হবে কি না তা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। শিক্ষামন্ত্রী বর্তমানে আইসোলেশনে আছেন। তিনি আইসোলেশন থেকে বের হবার পর শাবিপ্রবিতে যাবেন। এরপর উপাচার্যের ভাগ্য সম্পর্কে জানা যাবে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসের কারণে বর্তমানে আইসোলেশনে আছেন। তিনি সুস্থ হয়ে উঠার পর শাবিপ্রবি ক্যাম্পাসে যাবেন। সরাসরি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। তাদের বক্তব্য শুনবেন। মনোভাব বুঝার চেষ্টা করবেন।
সূত্র জানায়, এর আগ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপার্চায পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইতিমধ্যে যে ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিলেন সেই সমস্যা সমাধান করা হয়েছে। তারা যেসব দাবি উত্থাপন করেছিলেন তার প্রায় সবগুলোই পূরণ করা হয়েছে। শেষ দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলন শুরু করেন। যা ছিল অপ্রত্যাশিত।
তাই সব দাবি মেনে নেওয়ার পর এখন শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করে যাচ্ছেন সেটা কতটা যৌক্তিক এ নিয়ে বিতর্ক আছে। শিক্ষা মন্ত্রীর সিলেট শাবিপ্রবি সফরকালে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
শাপবপ্রবি’র সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের ডাইনিং সমস্যা, ইন্টরেনেট সমস্যা, সিট সমস্যাসহ হলের প্রভোস্ট বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তিন দফা দাবিতে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলন শুরু করে হলের ছাত্রীরা। এক পর্যায়ে তারা হল প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে।
পরবর্তীতে আন্দোলনের উপর পুলিশ হামলা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯ জানুয়ারি থেকে এক দফা আন্দোলন শুরু করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘটের এক পর্যায়ে আমরণ আমরণ শুরু করে। এতে শিক্ষার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।
পরে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। ২৬ জানুয়ারি সকালে ড. জাফর ইকবাল অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সরকার তাকে প্রতিশ্রতি দিয়েছে সেটি তারা রক্ষা করবে। কিন্তু কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটি তিনি প্রকাশ করেননি।
২৬ জানুয়ারি সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার হেয়ার রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে অনশন ভাঙ্গায় শাবিপ্রবি’র শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিগগির তিনি শাবিপ্রবি ক্যাম্পাসে যাবেন। শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে যাবার আমনন্ত্রণ জানিয়েছে।
তিনি যত দ্রুত সম্ভব ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। কিন্তু তার দুই দিনের মাথায় শিক্ষামন্ত্রীর স্বামী করোনায় আক্রান্ত হলে মন্ত্রী আইসোলেশনে চলে যান। মন্ত্রী আইসোলেশন থেকে বের হওয়ার পরই শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন।
এমএমএ/