একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির অনলাইন আবেদনের ফল শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, ‘কলেজ ভর্তি বিষয়ক ওয়েবসাইটে xiclassadmission.gov.bd ফল প্রকাশ করা হয়েছে। রাত ৮টায় ফল প্রকাশের কথা থাকলেও তার আগেই ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে নির্বাচিত কলেজ ও মাদ্রাসার নাম জানিয়ে দেওয়া হয়েছে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের রবিবার থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখ করা অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। পরে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।
এবার ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। ভর্তির জন্য আরও দুই ধাপে আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
এদিকে, কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন আছে বলে জানা গেছে। প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি আর সর্বোচ্চ ১০টি পর্যন্ত কলেজ আবেদনপত্র পছন্দ করার সুযোগ পেয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি করা হবে। আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি।
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার ২১১জন।
এপি/