উচ্চ শিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ১০ দেশ, যেভাবে আবেদন করবেন
ছবি সংগৃহিত
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিনামূল্যে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য অনেকেই উপায় খুঁজে থাকেন। কিন্তু সঠিক রাস্তা না পাওয়ায় অনেকে সামনের দিকে এগোতে পারে না। তবে প্রযুক্তি প্রসারের ফলে ঘরে বসেই এখন বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপের খোঁজ খবর পাওয়া যায়। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয়। যোগাত্য থাকলে আবেদন করতে পারেন আপনিও।
সরকারি খরচে অস্ট্রেলিয়ায় মাস্টার্সের সুযোগ
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তি দেয় অস্ট্রেলিয়া। এই বৃত্তির আওতায় দেশটির প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ মেলে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মাধ্যমে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ মিলবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়: ফেব্রুয়ারি-মে
যুক্তরাজ্যে জনপ্রিয় চিভনিং বৃত্তি
বাংলাদেশের শিক্ষার্থীদের চিভনিং বৃত্তি পাওয়ার হার বেশ ভালো। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ও বিভিন্ন সহযোগী সংগঠন এ বৃত্তির জন্য অর্থায়ন করে। এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ থাকে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর পেলে আবেদন করতে পারবেন। এ ছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির সাধারণ নিয়ম অনুসরণ করা হয় বৃত্তির ক্ষেত্রে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়: সেপ্টেম্বর-নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট বৃত্তি
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করার সুযোগ পান শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত তরুণেরা এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পান। হালনাগাদ তথ্যের জন্য চোখ রাখতে পারেন মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে।
আবেদনের সময়: মে-জুন
চীন সরকারের বৃত্তি
স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল বা সিনিয়র স্কলার প্রোগ্রামে চীনা সরকারি বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর, স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর, পিএইচডি করতে চাইলে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর এবং সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেবে চীন সরকার। আবাসনসুবিধা, মাসিক উপবৃত্তি ও চিকিৎসাবিমার সুবিধাও আছে। ২০২৩ সালের বিজ্ঞপ্তিটি দেখুন নিচে অ্যাটাচ করা ফাইলে।
আবেদনের সময়: নভেম্বর-ডিসেম্বর
ভারতে সরকারি বৃত্তি
ভারতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আইসিসিআর বেশ জনপ্রিয় একটি বৃত্তি। এই বৃত্তির মাধ্যমে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখার সুযোগ মিলছে। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি পর্যায়ে ভর্তি হতে পারেন। বৃত্তির আওতায় সাধারণত স্নাতকের শিক্ষার্থীরা ১৮ হাজার, স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ২০ হাজার, পিএইচডির শিক্ষার্থীরা ২২ হাজার এবং পোস্টডক্টরেটের শিক্ষার্থীরা ২৫ হাজার রুপি করে মাসিক ভাতা পান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো টিউশন ফিও দিতে হয় না। বিস্তারিত পাবেন এখানে।
আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল
থাইল্যান্ডে সরকারি বৃত্তি
থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডক্টরাল ও মাস্টার্স পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। স্কুল অব ম্যানেজমেন্টেও আবেদন করা যাবে। টিউশন ফি, নিবন্ধন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ—সবই পড়বে বৃত্তির আওতায়। পিএইচডি ডিগ্রির জন্য ৪১ মাস ও স্নাতকোত্তরের জন্য ২২ মাসের বৃত্তি দেওয়া হয়। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.০। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি
মিসরে সরকারি বৃত্তি
মিসরে সরকারি শিক্ষাবৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আগ্রহী প্রার্থীদের মিসরের মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুযায়ী নিবন্ধন ও আবেদন করতে হয়। ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর। অনলাইনে তথ্য পূরণের পর পূরণকৃত ফরম, সনদ, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, ভাষা দক্ষতার সনদ (যদি থাকে) এবং সংশ্লিষ্ট সব কাগজপত্রের সত্যায়িত ফটোকপি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হয়।
আবেদনের সময়: জুলাই-আগস্ট
মরক্কোর সরকারি বৃত্তি
মরক্কো সরকার প্রতিটি শিক্ষাবর্ষেই স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট পর্যায়ে বৃত্তি দেয়। বাংলাদেশি শিক্ষার্থীরা মরক্কোর এই সরকারি বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কোর্স চলাকালে শিক্ষার্থীরা সাধারণত প্রতি মাসে ৭৫০ দিরহাম বা ৭৫ ডলার করে বৃত্তি পান।
আবেদনের সময়: জুলাই
সৌদি আরবে সরকারি বৃত্তি
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নিয়মিত বৃত্তি দেয় সৌদি আরব সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হয়।
আবেদনের সময়: এপ্রিল-মে
ব্রুনেই দারুসসালামে সরকারি বৃত্তি
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি দেয় ব্রুনেই দারুসসালাম সরকার। স্নাতক, স্নাতকোত্তর ছাড়াও ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্সের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদন গ্রহণ চলছে। আইইএলটিএস বা টোয়েফলের সনদও প্রয়োজন হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি