সাত কলেজের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা সশরীরে আয়োজন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজ কর্তৃপক্ষের ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে জানিয়েছেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেশনজট নিরসনের জন্যই এ সিদ্ধান্ত। পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
এদিকে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।
নতুন সূচি অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্বের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
দুপুরের ওই অনলাইন বৈঠকে আরও যোগ দেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এএসএম মাকসুদ কামাল প্রমুখ।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শুক্রবার (২১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষাও স্থগিত হয়ে যায়।
ঘোষিত সূচি অনুসারে পরীক্ষা সম্পন্ন না হলে এই পরীক্ষার্থীরা আসন্ন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে। পরে শিক্ষকদের অনুরোধে অবস্থান ত্যাগ করে।
এই সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে এই সাতটি কলেজ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।
এপি/