ফেল থেকে ‘এ প্লাস’ পেল ১৮ শিক্ষার্থী
এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ১৮ শিক্ষার্থী কোনো কোনো বিষয়ে ফেল থেকে ‘এ প্লাস’ পেয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাজশাহী শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে এমন চিত্র দেখা গেছে।
এবার মোট ১১৬ জন শিক্ষার্থীর ১২০টি বিষয়ের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৯ জন শিক্ষার্থীর। এর মধ্যে ১৮ জন কোনো কোনো বিষয়ে ফেল থেকে পেয়েছে ‘এ প্লাস’। এ গ্রেড থেকে ফল পাল্টে উচ্চতর গ্রেড পেয়েছে ২২ জন। এ ছাড়া এ মাইনাস থেকে উচ্চতর গ্রেড পেয়েছে ১২ জন, বি গ্রেড থেকে ৭ জনের ফল পাল্টে উচ্চতর গ্রেড হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর এবার এসএসসি পরীক্ষার ৯ হাজার ৪৪৩টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৭৭টি পদার্থ বিজ্ঞান খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়ে।
এ ছাড়া ভূগোল ও পরিবেশের ১ হাজার ২৮১টি, উচ্চতর গণিতের ৩১৮টি, রসায়নের ২ হাজার ১৭০টি, জীব বিজ্ঞানের ৫৭৭টি, পৌরনীতি ও নাগরিকতার ১০২টি, অর্থনীতির ৬৭টি, ব্যবসা উদ্যোগের ৬৯টি, হিসাববিজ্ঞানের ৩৫৫টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের ৩৭৯টি এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার ৬৪৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
পুনর্নিরীক্ষণে বেশিরভাগ খাতার ফল একই থাকলেও ১১৬ জনের ১২০টি বিষয়ের পরীক্ষার ফলাফল পাল্টে গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘পরীক্ষকদের যোগ করতে ভুল হওয়া কিংবা কম্পিউটার সিস্টেমে না তোলার কারণে ফলাফল খারাপ দেখাচ্ছিল। এগুলো পুনর্নিরীক্ষণে ঠিক হয়ে গেছে।’
তিনি জানান, আন্তঃবোর্ডের সিদ্ধান্ত আনুযায়ী প্রতিটি বিষয়ের পুনর্নিরীক্ষণের জন্য ১২০ টাকা নেওয়া হয়। এই টাকা শিক্ষার্থীরা ফেরত পায় না। এটা অনেক আগে থেকেই চলে আসছে।’
এসএসকে/এমএসপি