অনড় অনশনে শাবিপ্রবির শিক্ষার্থী
কোনো সমাধান না হওয়ায় এখনো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনশন এখনো চলছে।
শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। অনশনে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী ঢাকায় গিয়ে আলোচনা করতে শিক্ষার্থীদের অনুরোধ করলে শিক্ষার্থীরাও সম্মত হন। তবে তার কিছু সময় পর পরিবর্তন হয় সিদ্ধান্ত। শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে কথা বলতে অসম্মতি জানান এবং অনলাইন মাধ্যমে আলোচনার প্রস্তাব দেন।
তবে শিক্ষার্থীরা ঢাকায় না গেলেও সৃষ্ট সমস্যার ব্যাপারে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় অবস্থান করছেন। তারা গতকাল শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান।
এর আগে গত বুধবার বিকাল ৩ টায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। এর পর থেকে বিভিন্ন পক্ষ থেকে সমঝোতার চেষ্টা চালানো হলেও শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড়।
এসইউ/এসএন