অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা চান শিক্ষার্থীরা
আলোচনায় সম্মত হলেও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ অবস্থায় অনশনকারীদের ফেলে তারা ঢাকায় না গিয়ে বরং অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় এ সিদ্ধান্তের কথা জানান তারা। আন্দোলনকারীদের মুখপাত্র সাদিয়া আফরিন বলেন, 'আমাদের সহপাঠীরা অনশনে। তাদের অনেকের অবস্থা গুরুতর। এ অবস্থায় রেখে আমাদের ঢাকায় যাওয়া ঠিক হবে না। তাই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে বিষয়টি জানিয়েছি। তিনি আলোচনা করে আমাদের জানাচ্ছেন।'
এর আগে বিকাল ৩টা ৬ মিনিটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে নিজের মুঠোফোনে কল দিয়ে কথা বলিয়ে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় শিক্ষার্থীরা ঢাকা গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে সম্মতি দেন।
শিক্ষামন্ত্রী মুঠোফোনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'এ পরিস্থিতিতে চাইলেও নানা কারণে আগে কথা বলতে পারিনি। কিন্তু তোমাদের এমন অবস্থায় দেখে আর পারা যায় না। তোমাদের থেকে অল্প কিছু কম বয়সের আমার সন্তান আছে। তোমাদের প্রতিনিধি দল এবং শিক্ষক সমিতির কেউ আসলেও আসতে পারেন। তোমরা চাইলে আজও আসতে পারো, কালও আসতে পারো।'
এ সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন সাদিয়া আফরিন। তিনি শিক্ষামন্ত্রীর কথার প্রেক্ষিতে বলেন, 'ম্যাম আমরা আপনার সঙ্গে আলোচনায় বসতে রাজি। যেহেতু আমাদের সহপাঠীদের অবস্থা গুরুতর তাই দ্রুতই আসতে চাই।'
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'হ্যাঁ, অবশ্যই আমিও চাই এটা দ্রুত সমাধান হোক। তোমাদের এভাবে রেখে আমিও দেরি করতে চাই না। তবে তোমরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আসো। যাতে এমন না হয় যেন ওখান থেকে যাওয়ার পর অন্যরা সমস্যা করে।'
তখন শিক্ষার্থীরা এক ঘণ্টার সময় চান এবং শিক্ষার্থীদের ঢাকায় যাওয়ার বন্দোবস্ত করতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
এসইউ/এএন