ডাকযোগে রাষ্ট্রপতি বরাবর শাবিপ্রবি শিক্ষার্থীদের খোলা চিঠি

উপাচার্যের অপসারণ দাবিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকঘরে এ চিঠি পোস্ট করেন তারা।
খোলা চিঠিতে বর্তমান উপাচার্যকে 'অযোগ্য' উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারিত করে 'যোগ্য ও শিক্ষার্থীবান্ধব' উপাচার্য নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।
এর আগে আন্দোলনের ফাঁকে ফাঁকে গণস্বাক্ষর সংগ্রহ করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও স্থানীয় নেতাদের স্বাক্ষরসহ দুই হাজার স্বাক্ষর সম্বলিত এ চিঠি পাঠান আন্দোলনকারীরা।
এদিকে, মঙ্গলবার সকাল ৯টায় ষষ্ঠ দিনের মতো আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় গোল চত্বরে জড়ো হয়ে শ্লোগান সহকারে বিভিন্ন হল প্রদক্ষিণ শেষে দুপুর দুইটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন তারা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছেন।
এসইউ/এমএসপি
