মাদ্রাসা-কারিগরি শিক্ষার উন্নয়নে জাপানের অনুদান

মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে জাপান সরকার অনুদান দিচ্ছে ৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার বা ৮৫ কোটি টাকা।
এ ব্যাপারে সোমবার (১৩ মার্চ) রাজধানীর শেরে-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অব ইকুইপমেন্ট ফর টেকনিক্যাল এডুকেশন’ শীর্ষক একটি অনুদান চুক্তি সই হয়েছে।
এই চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শরিফা খান ও ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটিটিভ ইচিগুচি তমোহিদি সই করেন।
এ সময় ইআরডির সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করবে।
ইআরডি থেকে বলা হয়েছে-টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ করা হবে। নির্বাচিত চারটি টেকনোলজির ল্যাব ও ওয়ার্কশপে যন্ত্রপাতি ইন্সট্রলেশন ও সংস্কার করা হবে। এছাড়া শিক্ষক ও প্রশিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
জাপান বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে। যার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা হচ্ছে।
জেডএ/এমএমএ/
