পঞ্চম দিনেও মিছিলে উত্তাল শাবিপ্রবি
আজও মিছিলে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পঞ্চম দিনের মত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন হল প্রদক্ষিণ করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের পোস্টবক্সে রাষ্ট্রপতি বরাবর চিঠি প্রেরণ করবেন। এ চিঠিতে উপাচার্যের পদত্যাগের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে। এ সময়ে উপাচার্য পদত্যাগ না করলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, গতকাল সোমবার ছিলো শিক্ষার্থীদের এ আন্দোলনের চতুর্থ দিন। এদিন শিক্ষার্থী-পুলিশ অনেকটা মুখোমুখি অবস্থানে থাকলেও রাত ১১ টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়। সেই সাথে মূল ফটক থেকে পুলিশের সাজোয়া যান ও জল কামান সরানো হয়। আলোচনা করে সঠিক সমাধানে যাওয়ার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী। তাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
গত ১৩ জানুয়ারি রাত থেকে সিরাজুন্নেছা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করেন। এর এক পর্যায় রোববার (১৬ জানুয়ারি) দাবি আদায়ে ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে, রাবার ব্যুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করলে অর্ধশত শিক্ষার্থী আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ওইদিন রাতে পদত্যাগ করেন হল প্রভোস্ট। উদ্বুদ্ধ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। দেওয়া হয় হল ছাড়ার নির্দেশ। কিন্তু শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
কেএফ/