শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বহিরাগতরা: শাবি উপাচার্য
বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তার মতে, রবিবার রাতে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলেও সোমবার বহিরাগতদের ইন্ধনে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের মাঝে বহিরাগত মিশে গেছে। তাদের ইন্ধনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’
রবিবার রাত থেকে বহিরাগতরা প্রবেশ করেছে, তার কাছে এমন তথ্য আছে বলেও তিনি জানান।
এ দিকে বিক্ষোভ আর শ্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত করে রেখেছেন শিক্ষার্থীরা। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে হলে তালা দিয়ে হল নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা ফুল হাতে বিক্ষোভ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে পুলিশও সতর্ক অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে শ্লোগান দেন, 'পুলিশ তুমি ফুল নাও, ফুল নিয়ে বাড়ি যাও'। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা, 'ক্যাম্পাস কারও বাপের না, হল আমরা ছাড়ব না, এক-দুই-তিন-চার, ফরিদ তুই গদি ছাড়, আমাদের রক্ত বৃথা যেতে দেব না, হল আমরা ছাড়ব না, যে ভিসি ছাত্র মারে, তারে আমরা চাই না' ইত্যাদি শ্লোগান আর গণসংগীত পরিবেশন করে তারা। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না বলেও জানান।
উপাচার্যের দেওয়া বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে রণজিত দাস নামে এক শিক্ষার্থী বলেন, 'আমাদের এখানে কোনো বহিরাগত নেই। এ আন্দোলন শাবির শিক্ষার্থীদের। উপাচার্যের নির্দেশে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। তাই তিনি নিজের গা বাঁচাতে মিথ্যা তথ্য দিচ্ছেন।'
এসইউ/এমএসপি