প্রাথমিক বৃত্তিতে কুলাউড়ার সী-বার্ড স্কুলের সাফল্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কুলাউড়ার সী-বার্ড কেজি অ্যান্ড হাই স্কুল। বৃত্তির ফলাফলে শতভাগ সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
সী-বার্ড কেজি থেকে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের সবাই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ৪ জন বালক এবং ৬ জন বালিকা।
বৃত্তি প্রাপ্তরা হলো-খান মোহাম্মদ সিফাত, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, আব্বাস আহমেদ সানি, কাওছার সালাম, রোহামা হোসেন, নুসরাত কবির, তায়্যিবা রশীদ, ইশতিয়া হোসেন আভা, সালওয়া ছাত্তার চৌধুরী ও ইশরাত জাহান লিসা।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমন অভাবনীয় সাফল্যে বৃহস্পতিবার (২মার্চ) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় এবং দেওয়া সংবর্ধনা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আগে শিক্ষকরা বৃত্তিপ্রাপ্তদের মুখে কেক তুলে দেন।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দা ফাতেমা মান্নান, রুহেলিকা সুলতানা, ফাহমিদা বেগম, সেলিনা আক্তার, শাহারা বেগম, শামীমা আক্তার, মো. আজমল হোসেন, মো.আবু তাহের, ফাইজুল বাশার, নান্টু পাল, শাকিল আহমদ, রিপন দাসসহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর পিতা-মাতারা।
এনএইচবি/এমএমএ/
