শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা
বিচারের দাবিতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় চত্বরে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আলিসা মুন তাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাব্বি হাসান, বাংলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
নিরাপত্তা অধিকারের অবমাননা হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের করা হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা। এ মানববন্ধনে নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানান।
পরে সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা মাহসড়কেও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছেন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমসহ পুলিশের সদস্যরা। এসময় আন্দোলরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ ও আন্দোলনকারীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
এসও/টিটি/