চবির আবাসিক হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দফায় দফায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর দুইটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় হল দুটি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করেনি কর্তৃপক্ষ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টায় এই তল্লাশি অভিযান শুরু হয়ে চলে সোয়া ১টা পর্যন্ত। প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আলাওল হলে ঘণ্টাব্যাপী চালানো হয় এই তল্লাশি অভিযান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, আমরা প্রক্টরিয়াল বডি ও পুলিশ দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছি। এ সময় আমরা ব্যাপক দেশীয় অস্ত্র জব্দ করি।
এর আগে শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকালে পূর্বের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫ জন। বিজয় গ্রুপের পক্ষ দুটি হলো মকু ও ব্রাদার্স। মকু গ্রুপটি শাখা ছাত্রলীগ নেতা দেলোয়ারের অনুসারী ও ব্রাদার্স গ্রুপটি ছাত্রলীগ নেতা আল আমিন শেখের অনুসারী। তার আগে গত ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল ও মোমবাতি প্রজ্বলন করতে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হলের সামনে এই দুইপক্ষের সংঘর্ষ হয়।
প্রসঙ্গত, মকু গ্রুপের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হল ও ব্রাদার্সের নেতা-কর্মীরা এফ রহমান ও আলাওল হলে থাকে।
এসআইএইচ
