এইচএসসিতে যশোরে কমেছে পাশের হার ও জিপিএ ৫

যশোর শিক্ষাবোর্ডে চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে কমেছে পাশের হার ও জিপিএ-৫। গতবারের দেশসেরা অবস্থান থেকে ছিটকে পড়েছে পঞ্চমে। এবারে পাশের হার হয়েছে ৮৩. ৯৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। গতবার পাশের হার ছিল ছিলো ৯৮ দশমিক ১১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ২০ হাজার ৮৭৮ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেল ১২টায় যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কুমার কুন্ডু প্রেসক্লাব যশোরে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ-কলেজ পরিদর্শক মদন মহন দান ও উপ-বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম।
তিনি জানান, যশোর শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ২৬৯ জন। তার মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন। পাসকৃতদের মধ্যে ৪০ হাজার ৮২১ জন ছাত্র ও ৪১ হাজার ৬৮০ ছাত্রী। ১৮ হাজার ৭০৩ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৮ হাজার ১৪ জন ও ১০ হাজার ৬৮৯ ছাত্রী। এ গ্রেড পেয়েছে ৩৫ হাজার ৭৮৬ জন। তার মধ্যে ১৬ হাজার ৭৫৯ ছাত্র ও ১৯ হাজার ২৭ জন ছাত্রী রয়েছে। এ মাইনাস পেয়েছে ১৬ হাজার ৭৬৫ জন।
তারমধ্যে ছাত্র ৯ হাজার ১০০ ছাত্র ও ৭ হাজার ৬৬৫ ছাত্রী। বি গ্রেড পেয়েছে ৮ হাজার ৭৭০ জন। তার মধ্যে ছাত্র ৫ হাজার ২৮৯ ও ছাত্রী ৩ হাজার ৪৮১ জন। সি গ্রেড পেয়েছে ২ হাজার ৪৭০ জন। তারমধ্যে ছাত্র ১ হাজার ৬৫৩ ও ছাত্রী ৮১৭ জন। ডি গ্রেড পেয়েছে মাত্র ৭ জন। তারমধ্যে ৬ জন ছাত্র ও ১ জন ছাত্রী রয়েছে।
বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৬৪৭ জন। মানবিক বিভাগে ৬৭ হাজার ৬৭২ জনের মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৫৫৯ জন ও ব্যবসা শিক্ষা বিভাগে ১২ হাজার ৮৫০ জনের মধ্যে পাস করেছে ১১ হাজার ২৯৫ জন।
তিনি আরও জানান, খুলনা বিভাগের ১০ জেলার শিক্ষার্থীরা যশোর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে খুলনা জেলায় ২০ হাজার ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন। বাগেরহাট জেলায় ৭ হাজার ৬০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৩৮ জন। সাতক্ষীরা জেলায় ১১ হাজার ৫২০ জনের মধ্যে পাস করেছে ৯ হাজার ৪২০ জন। কুষ্টিয়া জেলায় ১১ হাজার ৫২৭ জনের মধ্যে পাস করেছে ৯ হাজার ২৪৪ জন।
চুয়াডাঙ্গা জেলায় ৫ হাজার ৮৯৫ জনের মধ্যে পাস করেছে ৪ হাজার ৫৬৬ জন। মেহেরপুর জেলায় ৩ হাজার ৪৩৪ জনের মধ্যে পাস করেছে ২ হাজার ৬২০ জন। যশোর জেলায় ১৮ হাজার ৫১৯ জনের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯০ জন। নড়াইল জেলায় ৪ হাজার ৮১৭ জনের মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭৫ জন। ঝিনাইদহ জেলায় ১২ হাজার ৬৭ জনের মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৮৫ জন। মাগুরা জেলায় ৫ হাজার ৫১১ জনের মধ্যে পাস করেছে ৪ হাজার ১০৪ জন।
এএজেড
