একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল ২ দিন
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল আরও দুই দিন। আগামী (১৭ জানুয়ারি) সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির শনিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাব কমিটির প্রধান, ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদ মাধ্যমের কাছে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদনের শেষ সময় ছিল আজ শনিবার রাত ১২টা পর্যন্ত।
আজ শনিবার রাত ৭টা ২২ মিনিট পর্যন্ত ১৫ লাখ ১৭ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর বাইরে আরও ২১ হাজার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ হবে ২৯ জানুয়ারি। ভর্তির জন্য আরও দুই ধাপে আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজার ২১১জন।
এপি/