মধ্যরাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন, ভিসির আশ্বাসে স্থগিত
হলের সামনে শাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান
ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমদ লিজার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে গতকাল রাতে আন্দোলনে নামেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেছা হলের ছাত্রীরা। টানা পাঁচ ঘণ্টা আন্দোলনের পর অবস্থান থেকে সরলেন ছাত্রীরা। উপাচার্যের আশ্বাসে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ২টার দিকে আন্দোলন স্থগিত করেন তারা।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টা থেকে হলের সামনে আন্দোলন শুরু করে চলে রাত ১১টা পর্যন্ত। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বাহিরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে রাত ২টায় উপাচার্যের সঙ্গে আলোচনা করে আন্দোলন স্থগিত করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, 'হল প্রভোস্ট জাফরিন আহমদ লিজা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। দাবিদাওয়া নিয়ে কথা বলতে চাইলে তিনি শিক্ষার্থীদের বলেন, ভালো লাগলে হলে থাকো নাহয় চলে যাও।'
শিক্ষার্থীরা বলেন, 'ছাত্রী হলের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে হল প্রভোস্ট ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনার পর প্রভোস্টের সঙ্গে কথা বলতে চাইলে হল প্রভোস্ট নিজেকে করোনা আক্রান্ত জানান। তখন ছাত্রীরা সহকারী প্রভোস্টকে পাঠানোর কথা বললে প্রভোস্ট জাফরিন আহমদ লিজা ফের খারাপ আচরণ করেন।'
শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমদ লিজা বলেন, 'রাত ১০টার দিকে শিক্ষার্থীরা আমাকে ফোন করেছিল। আমি তাদের জানিয়েছি আমি অসুস্থ। তাদের সঙ্গে পরে আলোচনা হবে বলে আমি জানিয়েছি। এমনকি এটি নিয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটি পোস্টও দেওয়া হয়েছে। কিন্তু তারা হঠাৎ করে কেন এমন করছে তা আমি জানি না। তাদের সঙ্গে কী রকম খারাপ আচরণ হয়েছে সেটিও আমি জানি না। আপাতত আমাদের প্রভোস্ট বডির লোকজন তাদের সঙ্গে কথা বলতে ওখানে গিয়েছেন।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোন কলে পাওয়া যায়নি।
টিটি/