বই পেয়ে উচ্ছ্বসিত, না পেয়ে বিমর্ষ

বছরের শুরুতে নানা উৎকণ্ঠার পর দেশব্যাপী বিনামূল্যে বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন বই পেয়ে কেউ উচ্ছ্বাস প্রকাশ করলেও নতুন বই না পেয়ে অনেককেই বিমর্ষ হতে দেখা গেছে।
রবিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ উৎসবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণিল এ আয়োজনে ঢাকা মেট্রেপলিটন এলাকার তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল।
রাজধানীর দক্ষিণ মুহসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে কুলসুম আভা বলে, নতুন বছরে বই পাইনি। কেন পাইনি তাও জানি না। শিক্ষকরা আমাদের এখানে নিয়ে এসেছেন, তাই এসেছি।
মোছা. রিমি নামে আরেক শিক্ষার্থী বলে, এবছর পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও নতুন বই পাইনি। স্কুল থেকে উৎসবে আসার জন্য আমাকে চতুর্থ শ্রেণির বই তুলে দেওয়া হয়েছে।
তবে নতুন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ পেয়ে আনন্দ প্রকাশ করে সুরাইয়া সুভা। প্রথম শ্রেণির বই পেয়ে সুভা বলে নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। আমি অনেক খুশি।
সুমাইয়া জান্নাত কলি নামে আরেক শিক্ষার্থী বলে, নতুন বছরে নতুন বই পেয়েছি। মঞ্চে গিয়ে বই নিতে পেরে আমার অনেক ভালো লাগছে। বই পেয়ে আমি অনেক খুশি।
নতুন বই প্রাপ্ত শিশুদের উৎসাহিত করার জন্য আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়ন- ২০২২ দলের পাঁচজন সদস্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। আজ প্রায় চার কোটি শিক্ষার্থী উৎসবের মধ্য দিয়ে হাতে পাবে নতুন বই। তবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যক্রম অনুযায়ী সব বই তুলে দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবারের বই উৎসবে ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করার কথা রয়েছে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এনসিটিবি সূত্র জানা গেছে, এ বছর নানা সংকটের কারণে এই স্তরের বই ছাপায় ধীরগতি দেখা দেয়। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এ পর্যন্ত মাধ্যমিকের ৮১ শতাংশ এবং প্রাথমিকের ৭০ শতাংশ বই সারা দেশে সরবরাহ করা হয়েছে। বাকি বই আগামী ১০ জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবেই গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হচ্ছে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব। আজ সকাল সাড়ে ১০টায় সেখানে বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসএন
