শিক্ষকের মৃত্যুতে কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

শিক্ষকের মৃত্যুর ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার(০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিন্ডিকেটের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেট সভা ডাকা হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়া তা শেষ হয়ে যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন সাংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সিন্ডিকেট সভা থেকে এ সিদ্ধান্ত আসার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সাধারণ শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সিন্ডিকেট সভা শুরু হওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ না করাসহ ৫ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা।
এজন্য ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান উপাচার্য।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বাসায় শৌচাগারে অচেতন হয়ে পড়েন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট সেলিম। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআইএইচ/ কেএফ/
