নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নতুন চেয়ারম্যান ও ট্রেজারারকে বরণ
নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও এবং ট্রেজারার ফাদার অ্যাডাম এস পেরেরাকে বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের ভাইস-চ্যান্সেলর ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি নবনির্বাচিত দুই জনকে পরিচয় করিয়ে দেন এবং স্বাগত জানান। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও।
ফাদার জর্জ বাংলাদেশের হলি ক্রস যাজকদের প্রভিনশিয়াল সুপিরিয়র হিসেবে নির্বাচিত হন ১৭ আগস্ট ২০২১। এরপর তিনি পদাধিকার বলে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ নভেম্বর ২০২১ ফাদার অ্যাডামকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর তৃতীয় চেয়ারম্যান হলেন ফাদার জর্জ এবং ফাদার অ্যাডাম হলেন দ্বিতীয় ট্রেজারার।
ফাদার জর্জ এবং ফাদার অ্যাডাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
এপি/এএন