রাবি অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউট সমূহের ১ম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী ড, এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে এ পরীক্ষা নেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৪টি কলেজকে একই ছাতার নিচে আনার জন্য প্রথমবারের মতো এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর এ ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজসমূহে ভর্তি হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এ এম শহীদুল আলম।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান উল ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক আবু জাফর, মু. তৌহিদুল ইসলাম, প্রক্টর মো. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা।
প্রসঙ্গত, এই ভর্তি পরীক্ষায় ১১০৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছিল। এদের মধ্যে ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এসআইএইচ
