পাসের হারে শীর্ষে যশোর বোর্ড, সিলেটে সর্বনিম্ন

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে যশোর শিক্ষা বোর্ড। সবচেয়ে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ তথ্য জানান। এ সময় তিনি ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, যশোর বোর্ডে পাসের হার ৯৫.৩ শতাংশ। অন্যদিকে সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ।
এ ছাড়া ঢাকা বোর্ডে ৯০, ময়মনসিংহ বোর্ডে ৮৬.৭, বরিশাল বোর্ডে ৮৯.৬১, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭, মাদ্রাসা বোর্ডে ৮২.২২ এবং কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮৪.৭ শতাংশ।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
আরইউ/আরএ/
