রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ ছাত্রলীগ সভাপতির বিপক্ষে অধ্যাপক লাঞ্চনার অভিযোগ, তদন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
কৃষি অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আসেন। তবে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় কর্মসূচি অনেকটা ভেস্তে যায়। তারপরও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি থেকে তাদের দাবিগুলো জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো-অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আইবিএর ছাত্র আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা ও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
দাবিগুলো না মানা পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।
লাঞ্ছিত শিক্ষক ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অধ্যাপক।
অপরাধী ছাত্রলীগ নেতা হলেন-বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) অনুষদ শাখা সভাপতি আবু সিনহা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয়েছিল ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
এ সময় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়।
এক পর্যায়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের একজন শিক্ষকের জার্সির কলার ধরে টানাহ্যাঁচড়া করেন আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহা।
এ ঘটনা তদন্তের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওএফএস।
