নাটোরের ক্যাম্পাসে বাউয়েটের ২০তম অ্যাকাডেমিক কাউন্সিল

নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসে গতকাল ২৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র ২০তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ‘সামার’ ও ‘ফল’-২০২২ সেমিস্টারের ভর্তি বিবরণী উপস্থাপন, ‘বিভিন্ন বিভাগের ফল’, ‘২০২১ সেমিস্টারের ফাইনাল’, ‘রেফার্ড/ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফলাফল অনুমোদন’, ‘অধ্যাপকদের উচ্চ শিক্ষায় ভর্তি’ ও ‘শিক্ষা ছুটির আবেদন অনুমোদন’, ‘বিভাগীয় পাঠ্যক্রম ও সূচি কমিটি’র অনুমোদন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, ‘সকল বিভাগের কারিকুলাম হালনাগাদকরণ’, ‘অনুমোদন কর্মপ্রক্রিয়া’সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
১৯তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন করা হয়েছে।
বাউয়েটের অ্যাকাডেমিক সভায় তাদের সিন্ডিকেট মনোনীত সদস্য-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’র পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইকবাল মতিনসহ সব সদস্য অংশগ্রহণ করেছেন।
লেখা ও ছবি : ডেপুটি রেজিস্ট্রার ও পাবলিক রিলেশন্স অফিসার, বাউয়েট।
