দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে চলমান এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড।
বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। স্থগিতকৃত বিষয়গুলো ব্যতিত অন্য সকল বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড অনিবার্য কারণের কথা বললেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে এই চারটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
এনএইচবি/এসআইএইচ
