বেরোবি রাষ্ট্রবিজ্ঞানের ‘বাংলাদেশ প্রসঙ্গ: বিশ্বাস, রাজনীতি এবং সমাজ’ সেমিনার

লেখা ও ছবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বাংলাদেশ প্রসঙ্গ: বিশ্বাস, রাজনীতি এবং সমাজ’ অ্যাকাডেমিক সেমিনার ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টাস পাশ ছাত্র, ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার, ১৪ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ বিভাগীয় গ্যালারিতে এ সেমিনার ও বিদায় সংবর্ধনা হয়েছে।
ছাত্র, ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের শুরু পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়।
এরপর বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন বিভাগীয় অধ্যাপক এবং সেমিনারের জন্য আগত অতিথিরা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেরোবির উপাচায অধ্যাপক ড. এম. হাসিবুর রশীদ, উপ-উপাচায অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নামকরা লেখক ড. শান্তনু মজুমদার।
বিদায়ানুষ্ঠান ও সেমিনার সভাপতি ছিলেন বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক শরিফুল ইসলাম।
আরো অংশ নিয়েছেন বিভাগের অধ্যাপক-তানজিউল ইসলাম, সাইদুর রহমান, কাজী রেজুয়ান হোসেন, আরিফা সুলতানা ও রাজিয়া সুলতানা।
ছাত্র, ছাত্রীরা তাদের মনোভাব ব্যক্ত করেছেন। তাদের মধ্যে উপস্থাপনা করেছেন সাদিয়া সিদ্দিক নির্ঝাস ও রিপন আহমেদ।
এরপর তাদের সবাইকে নিয়ে বিশেষ সেমিনার হয়েছে।
‘বাংলাদেশ প্রসঙ্গ: বিশ্বাস, রাজনীতি এবং সমাজ” অ্যাকাডেমিক সেমিনারের প্রধান আলোচক ছিলেন লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু মজুমদার।
তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের বিশ্বাস, রাজনীতি ও এই সমাজের বিভিন্ন দিক আলোচনা করেছেন বলে জানিয়েছেন প্রতিনিধি।
তুমুল আলোচিত সেমিনারে বিভাগের বিভিন্ন ব্যাচের ছাত্র ছাত্রীরা বাদেও নানা বিভাগের আগ্রহী অধ্যাপকরা অংশগ্রহণ করেছেন।
ওএফএস।
