গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ১০০০ শিক্ষার্থীর

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। আবেদন শুরু হয়েছিল ৩০ আগস্ট ১২টা থেকে যা শেষ হয় ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। ফল পুনর্নিরীক্ষার জন্য ১০২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির কয়েকটি বিশ্বস্ত সূত্র ঢাকাপ্রকাশ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুচ্ছ ভর্তি কমিটি জানায়, ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন ১০২২ জন শিক্ষার্থী ।আজ থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হবে। উত্তরপত্র দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর মিটিংয়ে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। এরপর ফলাফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে ‘এ’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জুলাই বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে পাশের হার ৫৫.৬৩ শতাংশ, ‘বি’ ইউনিটে পাশের হার ৫৬.২৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাশের হার ৫৯.৪৫ শতাংশ।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এমএমএ/
