‘অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার’-এ ভূষিত অধ্যাপক সালিমুল হক
বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক যুক্তরাজ্যের ‘অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার’-এ ভূষিত হয়েছেন।
শনিবার (১ জানুয়ারি) ঢাকার যুক্তরাজ্য দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ, যুক্তরাজ্য ও বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞ তৈরির জন্য অধ্যাপক সালিমুল হককে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
অধ্যাপক সালিমুল হক একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী। তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) সিনিয়র ফেলো এবং বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভলপমেন্টের পরিচালক। জাতিসংঘের আয়োজনে এখন পর্যন্ত যে ২৪টি জলবায়ু সম্মেলন হয়েছে তার প্রতিটিতে অংশ নিয়েছেন তিনি।
অধ্যাপক সালিমুল হক প্রাথমিক শিক্ষা শেষ করেন জার্মানি, ইন্দোনেশিয়া ও কেনিয়াতে। পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞানে বিএসসি ডিগ্রি লাভ করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি পিএইচডি ডিগ্রিও লাভ করেন।
আরইউ/এসএন