সিলেটে শিক্ষার্থীদের হাতে নতুন বই
নতুন বইয়ের সুঘ্রাণে মাতোয়ারা সিলেটের শিক্ষার্থীরা। তবে মহামারির আস্ফালনের কারণে গেল বছর যেমন ‘বই উৎসব’ হয়নি, এ বছরও হচ্ছে না। তবে উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
শনিবার (১ জানুয়ারি) সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে সীমিত পরিসরে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন স্কুল ও দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়; সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদরাসা ও কেজি স্কুলে ১৭ লাখ ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ৭২ লাখ ৯৫ হাজার ৫৯৬টি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে ৮ লাখ শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ। তবে ছাপার কাজ শেষ না হওয়ায় সব বই পাওয়া যায়নি। যেসব বই পাওয়া গেছে, সেগুলোই আপাতত বিতরণ করা হচ্ছে।
টিটি/