হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু

লেখা ও ছবি : ইফতেখার আহমেদ ফাগুন।
হাওড়াঞ্চল হবিগঞ্জে নবপ্রতিষ্ঠিত ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’-এ বাঙালিকে স্বাধীনতা এনে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ সোমবার, ১৫ আগষ্ট, সদর উপজেলার ভাদৈ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনে সূর্যোদয়ের সঙ্গে, সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।
হবিগঞ্জে কর্মরত, শহারাঞ্চলের কৃষিবিদরা অংশগ্রহণ করেছেন ও তারা সবাই কালো ব্যাজ ধারণ করেছেন। ছিলেন কজন ছাত্র, ছাত্রীও।
অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহিদকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছি আমরা।’
‘প্রথমবারের মত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় শোক দিবস পালন করা হলো।’
২৭ ফেব্রুয়ারি, ২০২২ সালে অস্থায়ী ক্যাম্পাসে তাদের কার্যক্রম শুরু হয়েছে।
ওএফএস।
