এখানেও এগিয়ে মেয়েরা
জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী। পাসের হারের মতো জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। জিপিএ-৫ পেয়েছেন ছাত্রী ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন আর ছাত্র ৭৯ হাজার ৭৬২ জন।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৮ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রী ৯ দশমিক ৪৩ শতাংশ আর ছাত্র ৬ দশমিক ৯৮।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বোর্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। মোট ২ লাখ ৬ হাজার ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৭ হাজার ৭০৯ জন। শতাংশের হিসেবে ১৩ দশমিক ৪৩।
সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। শতাংশের হিসেবে ৪ দশমিক ০৪।
কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ১৮৭ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৩৪ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। শতাংশের হিসেবে ৪ দশমিক ৮৯।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় পাসের হারের দিক থেকে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০। আর ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৬৯।
এবার পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। আর ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এপি/এসএ/