১৮ প্রতিষ্ঠানে সবাই ফেল
৫৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই পাস
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশের পাঁচ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাসের হার গত বছরের চেয়ে এবার বেড়েছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠান ছিল তিন হাজার ২৩টি।
এবার অবশ্য পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণও বেশি ছিল গতবারের চেয়ে। এবার ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। গত বছর প্রতিষ্ঠান ছিল ২৮ হাজার ৭৯৬টি।
শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও এবার কমেছে। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠান ছিল ১০৪টি।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পাসের হার গত বছরের চেয়ে বেড়েছে। গত বছর পাসে হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়ার কথা জানানো হয়েছে।
এপি/এসএ/