চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার বিক্ষোভকারীদের
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিক্ষোভকারী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো দেলোয়ার হোসেন।
তিনি বলেন, আমাদের নেতা যেহেতু এ বিষয়ে অবগত সেহেতু আমাদের চাওয়ার আর কিছু নাই। তিনি যেটা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নিব। তবে পরবর্তীতে ঘোষিত কমিটিতে আমরা নাও থাকি তাহলে আমরা আর আন্দোলন করব না।
এর আগে মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকেই প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
অবরোধ প্রত্যাহারের পর এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে কোনও বাস শহরের উদ্দেশে ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেনও বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
তবে এ ঘটনায় সোমবার (১ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে আসেননি। এমনকি প্রশাসন থেকে অবরোধ তোলার জন্য কোনও প্রকার কথাও বলা হয়নি তাদেরকে।
উল্লেখ্য, সোমবার (২ আগস্ট) রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার আগেই শাখা ছাত্রলীগের ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের একাংশ গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। এর আগে রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিএফসির একাংশের কর্মীরা তালা খুলে নিলে আরেক পক্ষ ‘বিজয়’ গ্রুপের অনুসারীরা ওইদিন রাত ১টার দিকে আবার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এসআইএইচ