জাবি ছাত্র ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে আগাম কমিটি দেওয়ার গুঞ্জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে চলতি বছরের অক্টোবরের শেষে। তবে নিজেকে আবারও সভাপতি পদে রাখতে তড়িঘড়ি করে নতুন কমিটি দেওয়ার গুঞ্জন উঠেছে চলমান কমিটির সভাপতি রাকিবুল হক রনির বিরুদ্ধে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, জাবি সংসদ ছাত্র ইউনিয়নের কমিটিতে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়ার পর সভাপতি পদে থাকার নজির নেই। সেই ধারাবাহিকতা রক্ষা করতে রাকিবুল হক রনি দ্বিতীয় মেয়াদে সভাপতি পদ আকড়ে থাকতে নতুন কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কমিটি দিতে তৎপর। কেননা আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে তার স্নাতকোত্তর পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির একাধিক কর্মী জানান, বর্তমান সভাপতি আবারও সভাপতি পদে থাকতে নতুন কমিটি দিতে তোড়জোর শুরু করেছেন। এমনকি তার এই কাজে সম্ভাব্য বিদ্রোহী কর্মীদের উচু পদ দেওয়ারও প্রলোভন দেখানো হচ্ছে।
তারা আরও জানান, ব্যক্তি স্বার্থে সংগঠনটির সভাপতি নানা ইস্যুতে ক্যাম্পাসে আন্দোলন সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার সঙ্গে ‘লিয়াজো’ করতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ বিষয়ে সাংগঠানিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তিনি চলমান কমিটির সদস্যদের মতামতকে তোয়াক্কা করছেন না।
আগাম কমিটি গঠনের ব্যাপারে রাকিবুল হক রনি বলেন, ’আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কারোর মাস্টার্স পরীক্ষা শেষ হলেও আরো এক বছর সংগঠনে থাকা যায়। নিলয়ের (সাধারণ সম্পাদক) তো মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে সে কারণে ভাবছি কমিটি এক মাস আগেই করা যায় কিনা। তবুও সেটা ভাবনা। আমারও ফাইনাল পরীক্ষা আগস্টের ১৭ তারিখ থেকে। কাজেই পারব কিনা জানি না।’
পুনরায় সভাপতি হতে চান-এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ’জানি না ভাই এগুলো কোনো কথা না। এগুলো কমিটি হলেই বুঝতে পারবেন। এগুলো কোনো সঠিক তথ্য না। দ্বিতীয়বার কমিটিতে থাকার কোনো ইচ্ছা নাই।’
এসআইএইচ