ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যের নতুন ডিন ড. সাইফুল ইসলাম
লেখা ও ছবি : রায়হান মাহবুব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কুষ্টিয়ার সরকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদে নতুন ডিনের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
তিনি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক।
১৭ জুলাই ২০২২ তারিখ থেকে ২০২৫ সালের ১৭ জুলাই পর্যন্ত তিনটি বছর বাণিজ্য অনুষদের প্রধানের কাজ করবেন তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কায়সার আহমেদের চাকরি জীবন শেষ হওয়ায় এদিন আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। উপস্থিত হয়েছেন অন্যান্যদের মধ্যে প্রক্টর ও রেজিস্টার স্যার।
ছিলেন বাণিজ্য অনুষদের সদ্য বিদায়ী ডিন এবং একই বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিনও।
ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. মিজানূর রহমান।
অধ্যাপক ড. আবদুল হান্নান শেখ, অধ্যাপক ড. আলী নূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার অংশগ্রহণ করেছেন।
অংশ নিয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. শরফুদ্দিন।
অধ্যাপক ড. সাইফুল বলেছেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়েও গবেষণা খুব দুর্বল। মৌলিক গবেষণার যথেষ্ট অভাব রয়েছে। ক্ষেত্রকে উর্বর করতে অনুষদের সব অধ্যাপককে আরো আগ্রহী হতে হবে।’
‘তাদের ছাত্র, ছাত্রীদের পড়ালেখায় আরো মনোযোগী করতে হবে। সহ-শিক্ষাকার্যক্রম জোরদার করতে হবে।’
তিনি জানিয়েছেন, ‘অনুষদের অধ্যাপকদের জন্য অনুষদীয় সেমিনার নিয়মিত আয়োজন করা হবে।’
‘আগামী তিন বছরে অন্তত তিনটি আন্তর্জাতিক সেমিনার করতে হবে।’
বাণিজ্য অনুষদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নতুন ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন।
ছবি : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়াম, ইসলামী বিশ্ববিদ্যালয়।
ওএস।