এসএসসির সময়সূচি বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি জানাতে রবিবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। ওইদিন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষার বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
গত মাসের ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বর্তমানে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের কথা ভাবছে সরকার। ইতোমেধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
বৃহস্পতিবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন, রবিবার দুপুর একটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এস এসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।
এদিকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১৩-১৬ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। এই প্রস্তাব শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে পরীক্ষার রুটিন প্রকাশ করবে সমন্বয় বোর্ড।
এ প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমে গেছে। এই অবস্থায় আমরা এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। যে স্কুলগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে সেগুলো পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সম্মতি পেলে পরীক্ষার রুটিন তৈরির কাজ শুরু করা হবে। রুটিন প্রকাশের পর দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা শুরু করা হবে। আগস্ট মাসে পরীক্ষা শুরু করতে চান বলেও জানান তিনি।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে।
এনএইচবি/এএস