গবেষণায় বরাদ্দ বাড়লো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
লেখা ও ছবি : চৌধুরী মাসাবি, প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-’২৩ অর্থবছরে বাংলাদেশের সরকারী-‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র বাজেটে মোট গবেষণায় ৭৯ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে।
খাতটিতে গেল বছর মোট ১ কোটি ৫২ লক্ষ টাকা বরাদ্দ ছিল। চলতি বছরে বরাদ্দ করা হয়েছে ২ কোটি ৭২ লাখ টাকা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এই অর্থবছর মোট ৬৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটের ৫৯ শতাংশ মানে ৩৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন এবং বেতন, ভাতা ইত্যাদি ব্যয় খাতে।
পণ্য ও সেবা সহায়তা হিসেবে মোট ১৩ কোটি ৮৭ লাখ টাকা দেওয়া হয়েছে।
অবসর নেওয়া অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসওয়ারি ৮০ লাখ টাকা রাখা হয়েছে।
শিক্ষাবৃত্তি, বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার এবং আয়োজন বাবদ বরাবরের কার্যক্রমে ১৪ লাখ টাকা দেওয়া হয়েছে।
আগের বছরগুলোর সঞ্চয় হিসেবে ৯ কোটি ১ লাখ টাকা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে।
সব আয় ও ব্যয়ের হিসেব করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থ ও হিসাব শাখা জানিয়েছে, বাজেটে এবার মোট ঘাটতি থাকতে পারে ১ কোটি ২৫ লাখ টাকা। ফলে কৃচ্ছ্বতা সাধনের দিকে জোর দেওয়া হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ’ অনুসারে, বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিক্রমে, তার ওপর অর্পিত ক্ষমতাবলে এই বাজেট অনুমোদন করেছেন।
প্রশাসন ভবনে ভিসি স্যারের সভাপতিত্বে সিন্ডিকেট সভার ৮৪তম বৈঠকে তিনি বাজেট উপস্থাপনের পর খরচ ও কাজের অনুমতি দিয়েছেন।
উপস্থাপন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
বাজেট আলোচনায় জানানো হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঞ্চয়, সম্পদ ব্যবহার, আয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান থেকে বাজেট উপস্থাপন করা হলো।
স্থিতি রয়েছে ৩ কোটি ২১ লাখ টাকার, ৫৪ কোটি ৫২ লাখ টাকা দেবেন উন্নয়ন ব্যয় খাতে ইউজিসি, এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যোগান দেবে ৪ কোটি ৫০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড হতে খরচ করা হবে বাকি ৬৮ লাখ ১৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরের বাজেট ছিল ৬১ কোটি ১৩ লক্ষ টাকা। এ বছর ৫ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
ওএস।