পুলিশ রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দেওয়ার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)।
আগামী ৭ জুলাই পর্যন্ত ভি-রোল ফরম জমা দেওয়া যাবে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির হওয়ায় এনটিআরসি সাত দিন সময়সীমা বাড়াল।
বৃহস্পতিবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ভি-রোল ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ জুন) পর্যন্ত।
এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগ সুপারিশকরণের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির ২য় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তি এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম এনটিআরসিএ দপ্তরে সরাসরি পৌঁছানোর তারিখ ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির কারণে উক্ত সময়সীমা আগামী ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, নির্ধারিত তারিখের পর আর কোন ভি-রোল ফরম গ্রহণ করা হবে না। কোন প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে উক্ত প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে না।
এনএইচবি/এমএমএ/
