বশেমুরবিপ্রবির সাত শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে সাত শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেতে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোরাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সম্প্রতি ইউজিসি থেকে শিক্ষার্থীদের নামের তালিকা চাওয়া হয়। পরে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে সাতজনের নাম পাঠিয়েছি।’
মনোনীতরা হলেন পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, ‘বাংলা বিভাগের তনিমা সুলতানা, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এসএম ইসমাইল হোসেন, আইন বিভাগের সুলতানা আঞ্জুমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হাফিজুর রহমান ও কৃষি বিভাগের জেসমিন আক্তার।’
মানবিক অনুষদের বাংলা বিভাগের শিক্ষার্থী তনিমা সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া সবার জন্য গর্বের বিষয়। প্রথম সেমিস্টার থেকেই চেষ্টা করেছি প্রত্যেকটি পরীক্ষা ভালো করে দিতে। সবসময় ইচ্ছা থাকতো সবার থেকে বেশি নম্বর পাওয়া। তাই চেষ্টা করতাম পরীক্ষার খাতায় সবার থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে। এগুলো আমার ভালো রেজাল্টে সহায়ক হয়েছে।’
/এএন